জাতিসংঘ শীত মৌসুমের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্যের রপ্তানি জোরদার করতে চায়। লবিবে ইউক্রেন ও তুর্কি প্রেসিডেন্টের সাথে আলোচনার পর বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ কথা বলেন। খবর এএফপি’র।
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির প্রশংসা করে গুতেরেস বলেন, ‘আসন্ন শীতের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্য রপ্তানির ক্ষেত্রে আমাদের অভিযান জোরদারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।’