শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির বৈঠক পশ্চিমাদের উদ্যোগে: রুশ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৪
শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির বৈঠক পশ্চিমাদের উদ্যোগে: রুশ রাষ্ট্রদূত

জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক পশ্চিমাদের উদ্যোগে হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) টকে এমন মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিই বৈঠক করতে চেয়েছেন। ওই বৈঠকে নিজের ফর্মুলা নিয়ে সহায়তা চাইবেন তিনি, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।’

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমারা ইউক্রেন নিয়ে কথা বলে, গাজা নিয়ে নিশ্চুপ, এটি তাদের দ্বৈতনীতি।’

এসময় বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশকে ভারতের চোখে দেখে না রাশিয়া। ঢাকা নিয়ে মস্কো’র নিজস্ব লিখিত নীতিমালা আছে। ঠিকমতো সমঝোতা করতে পারলে ভারতের মত বাংলাদেশেও কম দামে তেল গ্যাস সরবরাহ করবে রাশিয়া। তবে এ নিয়ে এখনো আগ্রহ দেখায়নি ঢাকা।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, ‘মিয়ানমারের যা পরিস্থিতি তাতে রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে তা ধারণা করা মুশকিল, তবে রাশিয়াও দ্রুত প্রত্যাবাসনের পক্ষে রয়েছে। সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে সব সময়ে সমর্থন করে রাশিয়া।’

এর আগে আজ সকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানায়, সম্মেলনের পাশাপাশি এ সফরে প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। সফরে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এ বিভাগের অন্যান্য সংবাদ