শেয়ার বাজারে প্রথম আধাঘণ্টায় ৩০০ কোটি টাকার লেনদেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেয়ার বাজারে প্রথম আধাঘণ্টায় লেনদেনে হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১২ পয়েন্ট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে কিছুটা অস্থিরতা থাকলেও লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

জানা যায়, চেক নগদায়ন হওয়ার আগেই শেয়ার কেনার সুযোগ দেওয়ার পর শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতি বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে থাকে। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচক নিচের দিকে নামতে দেখা যাচ্ছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

নিউজটি শেয়ার করুন

শেয়ার বাজারে প্রথম আধাঘণ্টায় ৩০০ কোটি টাকার লেনদেন

আপডেট সময় : ১২:৪৭:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

শেয়ার বাজারে প্রথম আধাঘণ্টায় লেনদেনে হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১২ পয়েন্ট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে কিছুটা অস্থিরতা থাকলেও লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

জানা যায়, চেক নগদায়ন হওয়ার আগেই শেয়ার কেনার সুযোগ দেওয়ার পর শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতি বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে থাকে। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচক নিচের দিকে নামতে দেখা যাচ্ছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।