শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

শেষ কাজের ছোঁয়ায় সাজছে স্বপ্নের সেতু

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১১, ২০২২
শেষ কাজের ছোঁয়ায় সাজছে স্বপ্নের সেতু

২০শে জুনের সব কাজ শেষে সেতু বিভাগের কাছে পদ্মা সেতু হস্তান্তর করতে চায় প্রকল্প সংশ্লিষ্টরা। সেজন্য বাকি কাজগুলো দ্রুত শেষ করা হচ্ছে পদ্মা সেতু প্রকল্পে। আর ২৫শে জুন জমকালো উদ্বোধনী আয়োজনেরও প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই মধ্যে সেতুর দুই প্রান্তে উদ্বোধনী ফলক স্থাপন কাজ শেষ হয়েছে। মাওয়া প্রান্তে বঙ্গবন্ধু ও পদ্মা সেতুর রুপকার শেখ হাসিনার ম্যুরালও প্রস্তুত হয়েছে।

নান্দনিক, নয়নাভিরাম এই পদ্মা সেতু এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে। চলছে সেতু পরিপাটির কাজ। কয়েকদিন আগেই পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে সেতুর ২৪টি সড়কবাতি। মূল সেতুতে ৪১৫টি সড়কবাতি আর দুই পাশের সংযোগ সড়কে আছে আরো ২’শটি। আগামী সপ্তাহেই পদ্মার আধাঁর ভেদ করে পুরো সেতুর বাতিগুলো জ্বালানোর প্রস্তুতি চলছে।

সেতু পরিপাটি করতে চলছে নানা কর্মযজ্ঞ। এখন সেতুর দুই পাশের সংযোগ অংশসহ পুরো সেতুর সৌন্দর্য্য বাড়াতে কাজ চলছে। মূল সেতুর যেসব অংশে সড়ক নির্দেশিকা চিহ্ন বসানো হয়নি, কয়েক দিনের মধ্যে সেই কাজও শেষ হবে।

পদ্মা সেতু উদ্বোধন হলেও পদ্মা সেতুর নিচ দিয়ে গ্যাস সংযোগ লাইনসহ আরো কিছু কাজ বাকি থাকবে। সেসব কাজ উদ্বোধনের পর এগিয়ে নেয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

২৫শে জুন জমকালো আয়োজনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। সেজন্য অতিথিদের কাছে আমন্ত্রণপত্রও পৌঁছে দেয়া হচ্ছে। মাওয়া প্রান্তে সুধি সমাবেশের পর সেতুর অপর পাড় মাদারীপুরের কাঠাঁলবাড়ি এলাকায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব আয়োজনকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্টরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ