সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

শেষ দিনে দুই বিশ্ব রেকর্ড, সাঁতারে শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
আপডেট : আগস্ট ৫, ২০২৪
শেষ দিনে দুই বিশ্ব রেকর্ড, সাঁতারে শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের

শেষ হলো প্যারিস অলিম্পিকের সাঁতার ইভেন্ট। এই ইভেন্টে শেষ দিনটা ছিল বেশ রোমাঞ্চকর। যেখানে দুই বিশ্ব রেকর্ড গড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখল যুক্তরাষ্ট্র। ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড গড়েছেন ববি ফিনকে। আর মেয়েদের মেডলি রিলেতেও ইতিহাস গড়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র।

গতকাল রোববার (৪ আগস্ট) মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে নিজেদের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে গড়া ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডের রেকর্ড ভাঙে মার্কিনিরা। এই ইভেন্টে রুপা জিতেছে অস্ট্রেলিয়া, ব্রোঞ্জ চীন।

এই জয়ে সোনা জেতার সংখ্যায় অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। সাঁতারে ৮টি সোনা, ১৩টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৭ সোনা, ৮ রুপা ও ৩ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। ৪ সোনা জেতা মারশাঁর ফ্রান্স তিনে।

এর আগে, ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে ৩ মিনিট ২৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতে চীন। ০.৫৫ সেকেন্ড পেছনে থেকে রুপা যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ০.৯২ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্চ মারশাঁর ফ্রান্সের। ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে অলিম্পিক শেষ করলেন মারশাঁ। এদিন সাঁতারে দ্বিতীয় ইভেন্ট ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতেন ফিনকে। যুক্তরাষ্ট্রের সাঁতারু পেছনে ফেলেন ২০১২ লন্ডন অলিম্পিকে গড়া চীনের সুন ইয়াংয়ের রেকর্ড। ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়েছিলেন সুন।

এছাড়া মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছেন সুইডেনের সারাহ সিওস্ট্রম। লা ডিফেন্সে অ্যারেনায় ২৩.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাগ হ্যারিস। আর চীনের ঝাং ইউফেই ব্রোঞ্জ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে।


এ বিভাগের অন্যান্য সংবাদ