ইউরোপা লিগে রাতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ওমোনিয়া নিকোসিয়াকে শেষ মিনিটের গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জেতে রেড ডেভিলরা।
আসরে টিকে থাকতে হলে জয় পেতেই হবে রেড ডেভিলদের, এমন সমীকরণ নিয়ে মাঠে নামে ম্যানইউ। আগের দেখায় ওমোনিয়াকে ৩-২ গোলে হারানোর সুখস্মৃতি ছিল তাদের কাছে। অনেকদিন পর গোলের দেখা পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্মে ফেরাটা ছিল বাড়তি রসদ।
তবে মাঠে নেমেই কঠিন এক পরীক্ষার মুখে পড়ে টেন হ্যাগের দল। একের পর আক্রমণ করলেও বারবার তা প্রতিহত হচ্ছিল ওমোনিয়ার রক্ষণ দেয়ালে। ম্যাচের যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা চলছিল ঠিক তখনই নাটকীয় এক গোল করেন স্কট ম্যাকটমিনি। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে তার করা গোলেই আনন্দের বন্যায় ভাসে ওল্ড ট্রাফোর্ড।
গোটা ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে ছিল রোনালদোদের। ৩৪ বার প্রতিপক্ষের ডেরায় বল নিয়ে প্রবেশ করেছে। ১৩ বার পোস্টে মেরে একবার ভেদ করতে পেরেছে রক্ষণ। ‘ই’ গ্রুপে ৪ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট এখন ৯। পরের ম্যাচে ড্র করতে পারলেই তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল সোসিয়াদেদ।