শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

শেষ মুহূর্তের গোলে মায়ামির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : অক্টোবর ৬, ২০২৪
শেষ মুহূর্তের গোলে মায়ামির কষ্টার্জিত জয়

জোড় গোল করে আগের ম্যাচেই দলকে শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রোববার (৬ অক্টোবর) মাঠে নামে ইন্টার মায়ামি। তবে, মেজর লিগ সকারে জয় পেতে কষ্ট হয়েছে মেসিদের। টরোন্টোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মায়ামি।

টরোন্টোর মাঠ বিএমও ফিল্ডে মায়ামিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বরং, পুরো ম্যাচে বেশ আক্রমণাত্মক ছিল টরোন্টো। গোটা ম্যাচে মায়ামির রক্ষণভাগকে বেশ পরীক্ষাই দিতে হয়েছে। প্রধমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই।

এদিন শুরুর একাদশে ছিলেন না মেসি। চোট কাটিয়ে উঠলেও মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব। তা ছাড়া সামনে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন মেসি। সব মিলিয়ে, তাকে নিয়ে সতর্ক কর্তৃপক্ষ। বদলি খেলোয়াড় হিসেবে ৬১ মিনিটে মেসি নামার পর অবশ্য খেলায় গতি পায় মায়ামি। তবে, কোনো গোল পাননি মেসি।

ম্যাচ যখন প্রায় শেষের পথে, তখন মায়ামির ত্রাণকর্তা হয়ে আসেন লিওনার্দো কাম্পানা। লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা। ম্যাচের তখন ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত সময়ের খেলা চলছিল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাম্পানার করা গোলটিই হয়ে থাকে জয়সূচক।

পুরো ম্যাচে মায়ামির গোলমুখে ১৫টি আক্রমণ করে টরোন্টো। যার ছয়টিই অন টার্গেট। সেখানে গোটা ম্যাচে মায়ামি মোটে চারটি আক্রমণ সাজায়, যার শেষটি পরিণত হয় গোলে।


এ বিভাগের অন্যান্য সংবাদ