শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

শেষ ৬ বিশ্বকাপের ৫টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৪
শেষ ৬ বিশ্বকাপের ৫টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দিয়ে। মাঝে শুধু ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপটা জেতা হয়নি। বাকি সব আইসিসি প্রতিযোগিতার ফাইনাল জিতে নিলো অস্ট্রেলিয়া। মেয়েদের টি-টোয়েন্টি এবং ওয়ানেড বিশ্বকাপের সঙ্গে ছেলেদের টেস্ট বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। রোববার (১১ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতে নিল তারা।

২০২২ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া মেয়েরা ইংল্যান্ডকে হারিয়ে দেয় ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে ১৭০ রান করে দলকে জিতিয়েছিলেন এলিসা হিলি। মেগ ল্যানিংয়ের দলের উইকেটরক্ষক প্রতিযোগিতার সেরাও হয়েছিলেন।

সেই বছর ছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাত্র সেই প্রতিযোগিতা জিততে পারেনি অস্ট্রেলিয়া। সুপার ১২ পর্বে হেরে যায় তারা। ইংল্যান্ড সেবার বিশ্বকাপ জিতে নেয়। গত বছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেন মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ৭৪ রান করে অপরাজিত থেকে ফাইনাল জিতিয়েছিলেন বেথ মুনি।

গত বছর জুন মাসে অস্ট্রেলিয়া জিতে নেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ভারতকে হারিয়ে দেয় প্যাট কামিন্সের দল। নভেম্বরে আবার ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সেই প্রতিযোগিতাও জিতে নেন কামিন্সেরা। রোববার এলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই ভারতকে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া।

এই বছর জুন মাসে রয়েছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ট্রফি জিতলে আইসিসির সমস্ত প্রতিযোগিতায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে যাবে অস্ট্রেলিয়া।


এ বিভাগের অন্যান্য সংবাদ