শোকের মাস পার হলে আওয়ামী লীগও মাঠে নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর রাজপথে হুংকারের বিপরীতে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি।
‘মাঠেই খেলা হবে। আমরাও মাঠে আসছি। মোকাবিলা করা হবে সব কিছু। বাংলাদেশে কোনো কিছু ফ্রি স্টাইলে হতে দেবো না।’ সংসদ সদস্য শামীম ওসমানের জনপ্রিয় ডায়লগ ‘খেলা হবে’ আজ কয়েকদিন ধরে উচ্চারণ করছেন তিনি। বৃহস্পতিবারও একই সুরে ‘খেলা হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আমরা রাজপথ থেকে ক্ষমতায় এসেছি। তারা যেভাবে হুমকি ধামকি দিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথ আমরা ভুলে গেছি। আমরা আছি। অচিরেই আমাদের রাজপথে দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘শোকের মাস তাই কিছু অনুষ্ঠান থাকায় মাঠে নামতে দেরি হচ্ছে।’