মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ আমরা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত আইনজীবীদের কাছে চড়-থাপ্পড় খেলেন সাবেক আইনমন্ত্রী বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু লন্ডন ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের আহ্বান, পাকিস্তানের প্রতি সমর্থন চীনের শুধু সংস্কার নয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে: আলী রীয়াজ ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর তরুণদের নিয়ে যুবদল-ছাত্রদলের ৪ বিভাগে বৃহত্তর কর্মসূচি যে কোন সময় পাকিস্তানে হামলা করবে ভারত : নিউইয়র্ক টাইমস ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৫৪ জন নিহত ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

শ্রমিক নেতাদের বিদেশিদের কাছে নালিশ না করার পরামর্শ শেখ হাসিনার

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৮, ২০২২

দেশের সমস্যা দেশেই সামাধান করা সম্ভব, তাই শ্রমিক নেতাদের বিদেশিদের কাছে নালিশ না করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার মহান ‘মে দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক ছিলেন বঙ্গবন্ধু। শোষিত মানুষের ভাগ্য পরিবর্তন ছিল জাতির পিতার লক্ষ্য। তাঁর আদর্শ নিয়েই দেশ পরিচালনা করছে সরকার।

অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, যেকোনো প্রতিষ্ঠান চালাতে গেলে মালিক-শ্রমিক উভয়কেই যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শ্রমিকদেরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কী না তা নজরে রাখা মালিকদের দায়িত্ব। তখনই প্রতিষ্ঠানের উন্নতির সাথে সাথে দেশের অর্থনীতির বিকাশ ঘটবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, যারার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা এদেশে মেহনতি মানুষের কথা কখনো ভাবেনি। শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকারের নেয়া নানা ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না বলেও জানান।

দেশের খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি সর্বক্ষেত্রে যারা কাজ করেন তাদের সুরক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ