শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশীরা সিন্ডিকেটের কাছে জিম্মি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান

শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৪
শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ

৯, ০, ০, ৬, ৯, ৬, ৬, ০, ০, ০* – কারো ফোন নম্বর নয়, শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের ১০ জন ব্যাটারের রান সংখ্যা। বাংলাদেশ নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও সুবিধা করতে পারেনি লঙ্কানরা। রাবেয়া-ফাহিমাদের স্পিন সামলাতে ব্যর্থ স্বাগতিকরা সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।

আজ (বৃহস্পতিবার) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১১.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল রাবেয়ারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দিলারা আক্তারারের অপরাজিত ৩৩ রানে ১২তম ওভারেই জয় পেয়ে যায় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ছিলেন ২৫ বলে ১৪ রানে।

এর আগে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। টপ অর্ডারদের একজনও দুই অঙ্কের রানের কোটায় যেতে পারেননি।

দলের ১১ ব্যাটারের মধ্যে নয় নম্বর ব্যাটার চেথানা বিমুক্তি সর্বোচ্চ ১১ রান করেন ২০ বলে। বাকিদের রান সংখ্যা তো একেবারে শুরুতেই বলা হলো। কেউই ৯ রানের বেশি করতে পারেন নি। ১৬.২ অভারে ৫৪ রান তুলতেই গুটিয়ে যায় লঙ্কান মেয়েদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন রাবেয়া খান। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।


এ বিভাগের অন্যান্য সংবাদ