বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ, মিরপুরে অনুশীলন

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২১, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অনুশীলন বাতিল হলেও ঐচ্ছিক প্রস্তুতি সেরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদিকে, হজের জন্য ছুটিতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে থাকছেন না মুশফিকুর রহিম। তবে একাদশে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩শে মে। প্রথম টেস্টে চট্টগ্রামে সমান পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোখি হবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সামনে রেখে প্রস্তুত হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

প্রস্তুতি চলছে খেলোয়াড়দেরও। আজ শনিবার (২১শে মে) প্র্যাকটিস করেন বাংলাদেশের অফ ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক এবং প্রথম টেস্টে রান পাওয়া মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। ব্যাটিং কোচ জেমি সিডন্স না থাকায় হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে ঐচ্ছিক অনুশীলন করেছেন তারা।

এদিকে, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকছেন না মুশফিকুর রহিম। তিনি হজ পালন করতে যাচ্ছেন। তার ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঐ সিরিজে বাংলাদেশের সাদা পোশাকের দলে মুস্তাফিজকে ফেরাতে চায় বিসিবি।


এ বিভাগের অন্যান্য সংবাদ