বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

শ্রীলঙ্কায় দুই সপ্তাহ জ্বালানি বিক্রি স্থগিত

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৮, ২০২২
শ্রীলঙ্কায় দুই সপ্তাহ জ্বালানি বিক্রি স্থগিত

ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কায় আগামী দুই সপ্তাহ জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। সরকারি এক সিদ্ধান্ত মোতাবেক সেখানে এ বিধিনিষেধ জারি করা হয়েছে।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারি সিদ্ধান্তে জ্বালানি বিক্রিতে বিধিনিষেধ দিলেও এর আওতামুক্ত থাকবে আপদকালীন বা জরুরি পরিষেবায় যুক্ত গাড়িগুলো। এসব যানবাহনে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হবে।

শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনে ব্যবহৃত গাড়িগুলোয় জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় যানবাহন বা ব্যক্তিগত গাড়িতে পেট্রল বা ডিজেল দেয়া হবে না। আগামী ১০​ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা বলেন, ব্যাংকিং ইস্যুতে গত সপ্তাহে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী জাহাজে পণ্য লোড হয়নি। ফলে আগামী সপ্তাহেও শ্রীলঙ্কায় তেল পৌঁছাবে না। নতুন চালান পেতে অনেক দেরিও হতে পারে। এমন পরিস্থিতিতে তিনি গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন।

এদিকে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিভিন্ন স্টেশনের বাইরে বিপুলসংখ্যক মানুষ তাদের গাড়ি রেখে দিয়েছেন। সোমবার (২৭ জুন) তেলের পাম্পগুলোর লাইনে থাকা গ্রাহকদের টোকেন দিয়েছে শ্রীলঙ্কার সেনা সদস্যরা। অন্যদিকে জ্বালানি চাহিদা মোকাবিলায় সস্তায় তেল কিনতে মন্ত্রীদের কাতার ও রাশিয়া পাঠানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কার সরকার।


এ বিভাগের অন্যান্য সংবাদ