রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

শ্রীলঙ্কায় ভারতের সাবমেরিন, নজর বাংলাদেশ সীমান্তেও

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪
শ্রীলঙ্কায় ভারতের সাবমেরিন, নজর বাংলাদেশ সীমান্তেও

ভারতীয় নৌ বাহিনীর ডিজেলচালিত আইএনএস কারাঞ্জ সাবমেরিনটি শ্রীলংকার বন্দরে নোঙ্গর করেছে। মালদ্বীপে চীনের একটি গবেষণা জাহাজ নোঙ্গর করার পর ভারত শ্রীলঙ্কায় এই সাবমেরিন পাঠালো। ভারতের সাথে যখন মালদ্বীপের কূটনৈতিক উত্তেজনা চলছে তখন এইসব ঘটনা ঘটছে।

ভারতের সাবমেরিনটি গত শনিবার শ্রীলংকার কলম্ব বন্দরে পৌঁছায়। শ্রীলংকার নৌবাহিনী এক্স পেইজে দেয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছে। সাবমেরিনটি কলম্বো-বন্দরে পৌঁছানোর পর শ্রীলংকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়।

এর আগে জানুয়ারি মাসে চীনের একটি গবেষণা জাহাজ মালদ্বীপে নোঙ্গর করে। শ্রীলঙ্কার বন্দরে চীনের যেকোনো গবেষণা জাহাজকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত রোববার ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা চীনা জাহাজের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্পর্শকাতর তথ্য সংগ্রহের জন্য এসব জাহাজকে ব্যবহার করা হতে পারে। সেজন্য ভারত আরও জাহাজ পাঠাচ্ছে। সূত্র, পার্স টুডে ও জি নিউজ।

মালদ্বীপ গত সপ্তাহে স্পষ্ট করেছে যে, জিয়াং ইয়াং হং-০৩ নামের জাহাজটি তার পানিসীমায় গবেষণা পরিচালনা করবে না। মালদ্বীপ আরো দাবি করেছে, জাহাজের কর্মীদের অদল বদল করার জন্য চীনের অনুরোধে ওই জাহাজকে ডক করার অনুমতি দেয়া হয়েছে। বেইজিংয়ের সাথে মালদ্বীপের সম্পর্ক জোরদার করা এবং নয়াদিল্লির সাথে মালদ্বীপের সম্পর্ক অবনতি হওয়ার মধ্যে এসব ঘটনা ঘটলো। সম্প্রতি ভারতের প্রায় ৮০ জন সেনাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে মালদ্বীপ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মিয়ানমারের আর্মিরা প্রবেশের পর ভারত এদিকের সীমান্তেও নজর রাখছে। কারণ চীন মিয়ানমারের বিদ্রোহীদের পক্ষে রয়েছে। বাংলাদেশকে যাতে ব্যবহার না করে সেদিকেও সাবধানী ভারত আর তা নিজেদের স্বার্থে।


এ বিভাগের অন্যান্য সংবাদ