দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, অর্থনীতির চাকা সচল করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। তবে স্থিতিশীলতা ফিরে আসতে কমপক্ষে ১৮ মাস সময় লাগবে। ২০২৪ সালের শুরুতে আমাদের অর্থনীতি ঘুরে দাড়াবে বলে আমি বিশ্বাস করি। রাজধানী কলম্বোতে সরকারি বাসভবনে আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শ্রীলঙ্কার সংকটপূর্ণ পরিস্থিতিতে ৭৩ বছর বয়সী এই নেতা গেলো মে মাসে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি বলেন, এমন এক পরিস্থিতিতে আমাকে দায়িত্ব নিতে হয়েছে যখন দেশ প্রায় দুই দিন সরকার বিহীন অবস্থায় ছিল; পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল।
তখন আমার ভাবনাটা ছিলো এমন- ‘পরিস্থিতি খারাপ, এটি আমার দেশ, তাই সফল হবো কি না তা ভাববার সময় নেই। দায়িত্ব নিয়ে সফল হতে হবে। আমার আত্মবিশ্বাস আছে, আমি অর্থনীতির সুদিন ফিরিয়ে আনতে পারব।সূত্র: আল জাজিরা