শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এগিয়ে কমলা অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম? লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছে না ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড়ধসে ৬ জনের মৃত্যু সাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ‘বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না’ দল থেকে ছিটকে গেলেন জাদরান, ফিরলেন রশিদ দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু ৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া নতুন তরতাজা বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে ছাড়িয়েছে ৭ হাজার কোটি টাকা

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আদালতে হাজিরের নির্দেশ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৯, ২০২২
শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আদালতে হাজিরের নির্দেশ

সিঙ্গাপুরে পালানো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে আগামী ১ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার আদালত। এদিকে, দেউলিয়া নয়, বরং লঙ্কান অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করেছে বেইজিং- দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শুক্রবার (২৯ জুলাই) গোটাবায়াকে আগামী মাসেই আদালতে হাজিরের নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

এর আগে খুব শিগগিরই দেশে আসার ঘোষণা দিয়েছিলেন পদচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া। সেসময় তিনি বলেন, আত্মগোপন নয়, নিয়ম মেনেই দেশ ছেড়েছিলেন তিনি।

এদিকে, সর্বদলীয় সরকার গঠনে আলোচনায় বসেছে লঙ্কান বিরোধী দলগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে সব দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সরকার গঠন সম্ভব বলে মত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। অর্থনৈতিক সংকট সামাল দিতে জোর তৎপরতা শুরু করেছেন তিনি। চেষ্টা চলছে সরকারের প্রতি জনগণে আস্থা ফেরাতেও। এ লক্ষ্যে সব দল নিয়ে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছেন রনিল। তার নেতৃত্বাধীন এই সরকারে শরিক করতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি।

অন্যদিকে, লঙ্কান অর্থনীতি ধ্বংস করেছে বেইজিং, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করেছে চীন। অপ্রয়োজনে নয়, মেগাপ্রজেক্টগুলো দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ অবস্থায় আগামী কয়েকমাসের মধ্যে ঋণ জর্জরিত দেশটিকে কোন ধরনের আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস্


এ বিভাগের অন্যান্য সংবাদ