শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন রনিল

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৩, ২০২২
শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন রনিল

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হটিয়ে পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে, তিনি সামরিক বাহিনীকে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার তাই করার নির্দেশ দেন। খবর বিবিসি

এদিকে প্রাণভয়ে মালদ্বীপে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীর প্রেসিডেন্ট ভবন দখলের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ও ঘেরাও করে গেট ভাঙচুর করে এর মধ্যে ঢুকে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। কিন্তু পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

টেলিভশনে দেওয়া ভাষণে বিক্রমসিংহ বলেন, তিনি তার কার্যালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় ভবন থেকে বিক্ষোভকারীদের সরে যেতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমরা এভাবে কাউকে ক্ষমতা দখল করতে দিতে পারি না। আমাদের গণতন্ত্রের জন্য এ ধরনের হুমকির অবসান ঘটাতে হবে।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এর পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় দুটি প্রচার টেলিভিশনের অফিসে ঢুকে পড়ে। এর ফলে বুধবার দুপুরের দিকে দেশটির সবচেয়ে বড় রাষ্ট্রীয় টিভি চ্যানেল রুপাভিহিনি শ্রীলঙ্কার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ওই চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করায় প্রকৌশলীরা কাজ করতে অস্বীকৃতি জানান।

স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কাতে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং করোনার কারণ পর্যটন শিল্পে ধস নামার ফলে দেশটির অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়ে। তবে এ ঘটনার জন্য দেশটির জনতা সরকারকে দায়ী করে আসছে। ফলে তারা সরকার হঠাতে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ