শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের চারটি ম্যাচ খেলবেন তিনি। দেশে ফিরে এমনটাই জানিয়েছেন সুপার সাকিব।
বুধবার (২০ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকে শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।
সাকিব বলেন, ‘হ্যাঁ, এখানে সন্দেহ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে)। যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব।’
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলছে না সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেয়া। একদম এক ঘণ্টার মধ্যেই নেয়া। চিন্তা করলাম এবার যেহেতু সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’
সাকিব আরো বলেন, ‘একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের বিরতি হয়ে গেল যে ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হলো। এজন্য সুযোগটা নেয়া।’
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলে ২৩ মে মিরপুরে খেলবে সিরিজের শেষ টেস্ট। দুটি ম্যাচই আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
উল্লেখ্য, পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে আসেন সাকিব। কয়েকদিন থাকার পর মেয়ের স্কুলের জন্য তাকে নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। অবশেষে ১৮ দিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে ফিরেছেন সাকিব। রূপগঞ্জেও দীর্ঘদিন পর। জেতাতে পারবেন শিরোপা?