শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় কোনো পরিবর্তন নেই। প্রথম টেস্টের দলে এসেছে মাত্র একটি পরিবর্তন।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় চোট পান পেসার শরিফুল ইসলাম। যার ফলে তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। যদিও তার বিকল্প হিসেবে কোনো পেসার নেননি নির্বাচকরা।
বাংলাদেশের পেস বোলিং আক্রমণে রয়েছেন, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। যথারীতি বাকি ক্রিকেটাররা প্রথম টেস্টের দলেও আছেন।
সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।