শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে মিরাজ আউট, নাঈম ইন

- আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে গিয়ে আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি থেকে ছিটকে গেলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার নাঈম হাসান।
বুধবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রোববার (২৪ এপ্রিল) ডিপিএলে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পান প্রথমবারের মতো আসরের চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে মুশফিকুর রহিমও গোড়ালির চোটে মাঠ ছাড়েন। একই দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াডের দল ঘোষণা করে বিসিবি। তবে দুই সপ্তাহের বিশ্রামে থাকা মিরাজকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড। ফলে তাকে প্রথম টেস্ট থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মিরাজের বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘২৪ এপ্রিল (রোববার) ক্যাচ নেয়ার সময় মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান। পরে এক্স-রে করা হলে আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এ জন্য তাকে কমপক্ষে তিন সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে তাকে বাইরে রাখা হয়েছে।’