বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৪, ২০২২

ক্রীড়া ডেস্ক: মুশফিকুর রহিমের দেড়শ’রও বেশি ও লিটন দাসের শতকে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৪শে মে) সকাল ১০টায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও লিটন।

তবে দ্বিতীয় দিনে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। কাসুন রাজিথার ২৩তম ও ইনিংসের ৯৩তম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। এই ব্যাটার আজ নিজের নামের পাশে মাত্র ৬ রান যোগ করতে পেরেছেন। ২৪৬ বলে ১৬ বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ১৪১ রান।

রাজিথার একই ওভারের চতুর্থ বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেনও। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

এরপর তাইজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম। ৩০০ পার করে আশাও দেখাচ্ছিল এই জুটি। তবে দলীয় ৩৪৫ রানের সময় আশিথা ফার্দান্দোর বাউন্সার না বুঝেই ব্যাট চালাতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দেন তাইজুল। এর পরের ওভারেই একই বলে একই ভুল করেন খালেদ আহমেদ।

তবে এক প্রান্তে যাওয়া আসার লড়াই চললেও অপর প্রান্ত ঠিকই আগলে রাখেন মুশফিক। যদিও তাকে কেউ সেভাবে সহযোগিতা করতে পারেনি। শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন রানঅঅউট হওয়ার আগে মুশফিক করেন ১৭৫ রান। ৩৫৫ বলে ২১ চারের মারের সাহায্যে এই রান করেন তিনি।

শ্রীলঙ্কার কাসুন রাজিথা ২৭.২ ওভাওে ৬৪ রানে ৫ উইকেট ও আসিথা ফার্নান্দো ২৬ ওভাওে ৯৩ রানে নেন ৪ উইকেট।

এর আগে, প্রথম দিনের শুরুটা ছিল হতাশায় মোড়া। মাত্র ২৪ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের ৫ ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ৬ষ্ঠ উইকেটে এই দুজনের ২৫২ রানের ইতিহাস গড়া ইনিংসে শক্ত ভিত পায় বাংলাদেশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ