গেলো ২১ জুলাই ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার(৩০ আগস্ট) প্রথম অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করতে যাচ্ছে শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহে সরকার। আগামী শুক্রবার পর্যন্ত প্রস্তাবিত এ বাজেটের ওপর আলোচনা চলবে। তীব্র অর্থনৈতিক সংকট কাটাতে প্রতিরক্ষা ও অন্যান্য ব্যয় কমিয়ে আইএমএফের সহায়তা পাওয়াই এ বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন রনিল।
এ বাজেট পরিকল্পনার ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে দরকষাকষিতে যেতে পারবে দ্বীপরাষ্ট্রটি। আপদকালীন এই বাজেটে দেশটির যেসব অঞ্চলে অর্থ সংকট চরমে সেসব এলাকার জন্য আলাদা বরাদ্দ আসতে পারে। চাল, গম, ডালসহ নিত্যপণ্যে আসতে পারে রেশনিং ব্যবস্থা। ত্রাণ সহায়তার আওতায় আনা হতে পারে কৃষক, জেলে ও নিম্ন আয়ের মানুষদের। গেল নভেম্বরের মূল বাজেটের চেয়ে চার মাসের এ অন্তর্বর্তী বাজেটের আকার বাড়বে ২০ শতাংশ। এছাড়া বাজেট ঘাটতি ১২ থেকে ৯ শতাংশে নামিয়ে আনার উদ্যোগও নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রনিল। সূত্র: ডেইলি মনিটর