শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
দেশটির ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মধ্যে কয়েক ডজন এমপি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার পরেই এই বিবৃতি দিল দেশটির প্রেসিডেন্ট। বিবৃতিতে তিনি জানান, গত শুক্রবার জারি হওয়া জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করেছেন।
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের। এ সংকট মোকাবিলায় গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে লঙ্কা সরকার।
এদিকে রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।