অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। ফলে দ্বীপরাষ্ট্রটির অর্ধেকের মতো পরিবার তাদের সন্তানদের খাবারের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে। এতে শিশুরা পুষ্টিকর খাবার পাচ্ছে না। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এই পরিস্থিতিতে দ্রুত শ্রীলঙ্কা সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে আহবান জানিয়েছে সংস্থাটি।
রিভার্জ সংকট আর বৈদেশিক ঋণের কারণে ২০২১ সাল থেকে চরম অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। এখনো স্বাভাবিক হয়নি। সেইসাথে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।এরমধ্যেই আরও ভয়াবহ তথ্য দিয়েছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থটি বলছে, খাদ্য সংকটের কারণে শ্রীলঙ্কার জনসংখ্যার অর্ধেক পরিবার তাদের সন্তানদের খাবারের পরিমাণ কমাতে বাধ্য হয়েছে।
সংস্থাটি শ্রীলঙ্কার ৯টি জেলার বেশ কয়েকটি পরিবারে জরিপ চালায়। সেখানে দেখা যায়, দেশটির অর্ধেকের মতো পরিবার তাদের বাচ্চাদের খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছে। আর ২৭ শতাংশ পরিবার বাচ্চাদের খাওয়ানোর জন্য নিজেদের খাবার এড়িয়ে যাচ্ছেন। এছাড়া ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবারই তাদের সন্তানদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারছে না।
সেভ দ্য চিলড্রেন বলছে, মূলত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় দেশটিতে দেখা দিয়েছে কর্মসংস্থানের ঘাটতি। ফলে জীবিকা নির্বাহের পাশাপাশি খাবার যোগাড় করতে হিমশিম খাচ্ছে অধিকাংশ পরিবার।
এমন পরিস্থিেিত শিশুদের বাঁচাতে শ্রীলঙ্কা সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।