শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ গতিতারকা তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ইনজুরির কারণে এ সিরিজে খেলা হচ্ছে না তাদের।
রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই শতাধিক ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। আবার অজিরা আসবে বাংলাদেশে।
এসময়ে চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
জালাল ইউনুস জানান, পরবর্তী স্লটে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ দ্বিপক্ষীয় সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
আরও পড়ুন: ২০২৩-২০২৭ সালে ৪০ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।
তবে ২০২৩ থেকে ২০২৭ সালের এফটিপিতে ইংল্যান্ডে টেস্ট খেলার কোনও প্রতিশ্রুতিই পায়নি বাংলাদেশ।