এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে নিশ্চিত করতে হবে সংলাপের পরিবেশ। প্রতিষ্ঠা করতে হবে নাগরিক অধিকার। রাজনৈতিক সংকট সমাধানে সবার কথা শুনতে হবে।
সোমবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি।
এর আগে কলা ভবন সংলগ্ন বটতলা পরিদর্শন করে কেনেডি পরিবার। এরপর বটতলা থেকে নীলক্ষেত হয়ে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিকশা ভ্রমণ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাবা এডওয়ার্ড এম কেনেডির লাগানো গাছটিও পরিদর্শন করেন তারা।
১৯৭২ সালে বাংলাদেশ সফরের সময় বটগাছটি লাগিয়েছিলেন কেনেডি জুনিয়রের বাবা প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি। তিনি সাবেক মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ভাই।