দেশে আবারও করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। গত মাসেও যেখানে করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে ছিল, সেটা বর্তমানে দুই শতাংশে উঠে এসেছে। এ অবস্থায় শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, আবারও হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয় আসবে, জায়গা হবে না।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে রাজধানীর মহাখালীর আইসিডিডিআর’বি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনার সংক্রমণের হার এক শতাংশের নিচে নিয়ে আসলাম কিন্তু সেটা বর্তমানে ২ শতাংশে উঠে গেছে। আগে যেখানে দৈনিক ৩০ থেকে ৩৫ জন রোগী ছিল তা এখন বেড়ে ১৫০ থেকে ১৬০ জন। আর যদি পরীক্ষা বাড়ে তাতে সংক্রমণের সংখ্যাও আরও বেড়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের কোন হাসপাতলে এখন ২০ জনের বেশি রোগী নেই। কিন্তু আমরা যে ভাবে উদাসীন ভাবে চলাফেরা করছি তাতে আমাদের হাসপাতালে রোগী বাড়তে সময় লাগবে না।
মন্ত্রী আরও বলেন, আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন করেছি। আমরা এখন পর্যন্ত আড়াই কোটি মানুষকে বুস্টার ডোজ দিয়েছি। যারা বাকি আছেন, তারা দ্রুতই বুস্টার ডোজ নিয়ে নেবেন, সুরক্ষিত থাকবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে।