সংঘাত এড়াতে সংলাপ প্রয়োজন- জাতিসংঘ প্রতিনিধি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংঘাত এড়াতে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এদেশের নির্বাচন বিষয়ক আলোচনায় জাতিসংঘ যুক্ত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, স্বাগতিক দেশের আমন্ত্রণ অথবা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর তা নির্ভন করে। এসময় তিনি জানান, রোহিঙ্গাদের জন্যে সংগ্রহ করা অর্থের ৯৩ ভাগ তাদের জন্যই খরচ করা হয়।