সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি পদ নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।

তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি জানান, বিরতির পর আলোচনা হবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে।

নিউজটি শেয়ার করুন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি পদ নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।

তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি জানান, বিরতির পর আলোচনা হবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে।