রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

সংরক্ষিত আসনে: জাপার মনোনয়ন পেলেন সালমা–নাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৪
সংরক্ষিত আসনে: জাপার মনোনয়ন পেলেন সালমা–নাহার

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদের প্রাপ্ত দুটি আসনে এবার মনোনয়ন দিয়েছে সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও)।

বৃহস্পতিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমা ইসলাম জাতীয় পার্টির কো–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনে তিনি ঢাকা–১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন। এর আগেও সালমা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, নূরুন নাহার বেগম ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এবার সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে ৫০টি আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি।

গত বুধবার ৪৮টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।


এ বিভাগের অন্যান্য সংবাদ