শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশীরা সিন্ডিকেটের কাছে জিম্মি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার

‘সংস্কার নিয়ে ঐক্যমত্য আর ভোটারতালিকা হালনাগাদের পরেই নির্বাচন’

অনলাইন ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৪
'সংস্কার নিয়ে ঐক্যমত্য আর ভোটারতালিকা হালনাগাদের পরেই নির্বাচন'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আর ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হলেই ঘোষণা করা হবে আগামী জাতীয় নির্বাচনের তারিখ। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মূদ্রা তহবিল – আই এম এফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান।

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের নির্বাচন, প্রশাসন, পুলিশ, বিচারবিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি কমিশনের কথা উল্লেখ করেন। জানান, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর দেয়া সুপারিশ নিয়ে আলোচনায় বসবে।

তিনি জানান, রাষ্ট্র-সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আর ভোটার তালিকা হালনাগাদের পরেই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের তারিখ।

এ সময় বাংলাদেশের চলমান সংস্কার কাজে সহযোগিতার করার বিষয়ে আইএমএফ এর পক্ষ থেকে প্রতিশ্রুতি ক্রিস্টালিনা।

আইএমএফ প্রধান জানান, তিনি দ্রুত গতিতে বাংলাদেশে প্রদেয় আর্থিক সহায়তা ছাড়ের ব্যবস্থা করবেন। তিনি আরও জানান, এই মুহুর্তে ঢাকা সফররত আইএমএফ এর প্রতিনিধি দল আগামী মাসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিষদের বৈঠকে বাংলাদেশ নিয়ে তাদের সুপারিশ তুলে ধরবে।

জর্জিভা বলেন, চলমান ঋণ কর্মসূচিগুলোতে অর্থছাড় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ কর্মসূচিও গ্রহণ করতে পারে আইএমএফ।

বৈঠকে উপস্থিত জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বর্তমান সরকার মাত্র এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির কাঠামো ভেঙ্গে দিয়েছে।

এ সময় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ব্যালান্স অফ পেমেন্ট এবং মূদ্রা বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফ এর সহযোগিতা চান।


এ বিভাগের অন্যান্য সংবাদ