সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ শনিবার বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছার পাশাপাশি হজের বিষয় নিয়েও কথা বলেছেন বাদশাহ সালমান।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ইতিবাচক প্রচেষ্টার কারণে দেশের ভেতর ও বাইরে থেকে এই বছর হজযাত্রীর সংখ্যা ১০ লাখে উন্নীত করা গেছে। একই সঙ্গে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঈদ উপলক্ষে দেয়া ভাষণে।
এ সময় বাদশাহ সকল হজযাত্রীদের হজ কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং হজ পরিচালনায় জড়িত সকলের প্রশংসা করেন।