বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর

সবাইকে মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৩, ২০২২
সবাইকে মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশেও খাদ্য সংকট দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তাই সবাইকে মিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বৈশ্বিক সংকটের মুখেও দেশের অর্থনীতি গতিশীল আছে বলে এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শোকের মাস আগস্টের কর্মসূচি চূড়ান্ত হয়।

শোকের মাস আগস্ট এর কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভা অনুুষ্ঠিত হয়। ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চূড়ান্ত হয় শোকের মাসের কর্মসূচি। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগস্টের ভয়াবহ স্মৃতি স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, পঁচাত্তরের পর যারা একুশ বছর ক্ষমতায় ছিলো সন্ত্রাস জঙ্গিবাদ থেকে শুরু করে নানা অপকর্ম তারাই করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বৈশ্বিক সংকটের মুখেও দেশের অর্থনীতি গতিশীল আছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী। বিএনপির কোন কর্মসূচিতে বাঁধা দেয়া হবে না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতি সব ক্ষেত্রেই উন্নয়ন হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ