শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

সব কিছুতেই ‘না’ ভারতের, বিরক্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
আপডেট : জানুয়ারি ২১, ২০২৫
সব কিছুতেই ‘না’ ভারতের, বিরক্ত পাকিস্তান

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধারাবাহিক নাটকের যেন শেষ হচ্ছেই না। দিন যাচ্ছে, নতুন টুইস্ট নিয়ে হাজির হচ্ছে আরেকটা করে পর্ব। শুরুতে এ টুর্নামেন্টের আয়োজন নিয়ে নাটক কম হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। অবশ্য আনুষ্ঠানিক আয়োজক হিসেবে নাম থাকবে শুধু পাকিস্তানের।

আয়োজক নিয়ে নাটক অবশ্য পুরোনো হয়ে গিয়েছে। সম্প্রতি নতুন করে যোগ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ফটোশুট ও উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে নাটক। গুঞ্জন ওঠে, বিসিসিআই রোহিতকে পাকিস্তানে পাঠাবে না। সে গুঞ্জন চলমান অবস্থাতেই নতুন করে বিতর্কে নাম উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

গুঞ্জন অনুসারে, নিজেদের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতেও রাজি নয় বিসিসিআই। অনুমিতভাবে ভারত ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি নয় পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) এর এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানিয়ছেন, ভারত ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পিসিবি কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে, এটা এ খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। তারা প্রথমে পাকিস্তানে খেলতে আসতে আপত্তি জানাল। এরপর খবর এল, তারা উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ককে (পাকিস্তানে) পাঠাতে চায় না। এখন শোনা যাচ্ছে, তারা আয়োজক দেশের (পাকিস্তানের) নামও নিজেদের জার্সিতে রাখবে না।’

ভারতের এসব আপত্তির ব্যাপারে আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন পিসিবি কর্মকর্তা, ‘আমরা বিশ্বাস করি এ বিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে। আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবেন আইসিসি কর্তারা।’

প্রসঙ্গ, আগামী ১৯ জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এবারের টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ আয়োজিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আয়োজক দেশ পাকিস্তান হলেও আগামী ২৩ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ