বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ভারতের কারণে উত্তরাঞ্চলের লাখো-কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে’ এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথেই সমাধান: জামায়াত আমির সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

‘সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে’

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২২, ২০২২
‘সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে’
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ জুন) একাদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন। কমিশন তাদের দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং শুধু সংবিধান ও আইনের অধীন হবেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে সম্পাদন করে থাকে তাদের কাজ। তাদের চাহিদা অনুযায়ী সহায়তা করে সরকার। আর কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে সহায়তা করা নির্বাহী কর্তৃপক্ষ ও সরকারের আবশ্যিক দায়িত্ব। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময়ই দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সব সময় আন্তরিক ও ইতিবাচক ভূমিকা পালন করে।

শেখ হাসিনা বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিতের জন্য দলীয় কার্যক্রম নির্বিঘ্ন করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আর বর্তমান নির্বাচন কমিশন প্রচলিত আইন ও সংবিধানের অধীনে জাতীয় সংসদসহ সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বদ্ধপরিকর।


এ বিভাগের অন্যান্য সংবাদ