সমাবেশের নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি প্রকল্প চালু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার (১৬ই অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, সমাবেশের নামে সারাদেশে বিএনপির চাঁদাবাজি প্রকল্প চলছে। চট্টগ্রামের চাঁদার অর্ধেক তারেকের কাছে গেছে। ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে। সমাবেশের নামে বিএনপির অুীতের মতো ভাঙচুর করছে বলে অভিযোগ করে তিনি। হাছান মাহমুদ বলেন, দেশের সম্পদ রক্ষায় এবং জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশকে সতর্ক থাকতে হয়।
তিনি বলেন, বিএনপির আমলে ২১শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। তারা আওয়ীমী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। বিএনপি হচ্ছে পেট্রোল বোমা বাহিনী।
১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যার স্বীকৃতি নিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের প্রস্তাবের বিষয়টি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মার্কিন কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানাই। কারণ তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যার স্বীকৃতি দিতে প্রস্তাব তুলেছেন।