কয়েক সপ্তাহ পর ফের অস্ত্র পরীক্ষা শুরু করলো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ বাদে বুধবারে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের সেনারা।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইয়োনহাপ বার্তা সংস্থাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে দক্ষিণ পিয়ংগান প্রদেশের অনচন থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে থাকা ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের একটি মহড়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মিলে চার দিনের প্রাথমিক যৌথ সামরিক মহড়া শুরুর একদিন যেতে না যেতেই এই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আগামী ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছিলেন যে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র বিকাশ বন্ধ করে এবং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করে তবে তাদেরকে পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দিতে ইচ্ছুক দক্ষিণ কোরিয়া।
কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পিয়ংইয়ং তার অস্ত্র কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এদিকে ২০১৭ সালের পর দেশটি প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা রয়েছে।
এমনকি গত মাসের শেষে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ ফের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে ‘সচল করতে প্রস্তুত’।