বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

সমুদ্রে প্রস্রাব করে ধরা পড়লে ৭৩ হাজার টাকা জরিমানা!

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৪, ২০২২
সমুদ্রে প্রস্রাব করে ধরা পড়লে ৭৩ হাজার টাকা জরিমানা!

সমুদ্রে নেমে প্রস্রাব করে ধরা পড়লেই গুনতে হবে জরিমানা। তাও আবার প্রায় এক লাখ টাকা। সমুদ্রের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ। প্রস্রাবে নিষেধাজ্ঞার পাশাপাশি সমুদ্রস্নানে সাবান-শ্যাম্পুও ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সৈকত দূষণ রুখতে কোমর বেঁধে নেমেছে স্পেনের এক সৈকত প্রধান শহরের প্রশাসন। সৈকতে আসা পর্যটকদের জন্য তাদের সতর্কবার্তা, ‘দয়া করে সমুদ্রে নেমে প্রস্রাব করবেন না! ধরা পড়লে শাস্তি হবে।’

সৈকতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে যদি সৈকতে দাঁড়িয়ে বা সমুদ্রে নেমে কেউ প্রস্রাব করার সময় ধরা পড়েন, তবে জরিমানা হিসেবে ৭৫০ ইউরো দিতে হবে আইনভঙ্গকারীকে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ হাজারেরও বেশি টাকার।

প্রতিবেদনে বলা হয়, স্পেনের শহর ভিগোর প্রশাসন শহরের সৈকতে আসা সমস্ত পর্যটকদের প্রতি এই নোটিস জারি করেছে। যদিও সৈকতের ভিড়ে পর্যটকদের ওপর তারা কী ভাবে নজর রাখতে চলেছেন, কী ভাবেই বা শাস্তি কার্যকর হবে, ভেবে কুল পাচ্ছেন না শহরের বাসিন্দারা।

সম্প্রতি স্থানীয় প্রশাসন শহরে বেড়াতে আসা ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে সৈকত দূষিত করার অভিযোগ এনেছিলেন। যার প্রেক্ষিতেই এই নির্দেশ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে ভিগো শহরের প্রশাসন সৈকতে প্রস্রাবে নিষেধাজ্ঞার পাশাপাশি, সমুদ্রে নেমে সাবান এবং শ্যাম্পু ব্যবহার করতেও নিষেধ করেছে। সৈকতে পিকনিক বা বারবিকিউয়ের আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করেছে তারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ