দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ কোনো নাশকতা কিনা সেটির তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (৯ মার্চ) শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণের কারণ প্রাথমিক ভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে ঘরে বসে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন। তার একটা সময় নির্ধারিত ছিল। সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে তার আত্মীয়-স্বজন আবার আবেদন করেছেন। সেই আবেদন আমরা যথাযথভাবে প্রক্রিয়া নিচ্ছি। আবেদন আইন মন্ত্রণালয়ে যাবে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। তখনই আবেদন গৃহীত হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য আরও কয়েকদিন সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল হকসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।