সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

সরকারকে নির্বাচন নিয়ে চাপ দেবে না বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৪
সরকারকে নির্বাচন নিয়ে চাপ দেবে না বিএনপি: আমীর খসরু

নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে বিএনপি কোন চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি প্রশাসনসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরিতে আওয়ামী লীগের দোসররা কাজ করছে। বুধবার গুলশানে এসব কথা বলেন তিনি। এদিকে, আন্দোলনে নিহতদের স্মরণে রোববার ঢাকায় সমাবেশসহ ২ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, শেখ হাসিনার পতনের পর বিএনপি ভবিষ্যত রাজনীতি নিয়ে কি ভাবছে, বর্তমান সরকারের প্রতি বিএনপির অবস্থান কি, এসব বিষয়ে জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। এসময়, নির্বাহী বিভাগের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি সময় দিয়ে সরকারকে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি না। আমরা চাইছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেউ কিন্তু চাইনা দেশটা বিশৃঙ্খলার দিকে যাক। কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না।’

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণ এবং গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা করতে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি। পরে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস। সেটির একদিন আগে ১৪ সেপ্টেম্বর গণতান্ত্রিক আন্দোলন যেটি চলছে গত ১৭ বছর ধরে এবং এখনো চলমান রয়েছে, সেই গণতন্ত্র উদ্ধার করতে যেয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদের স্বজনদের নিয়ে বিএনপি সেই দিনটি উদযাপন করবে।’

পরাজিত শক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র সফল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ