সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য যুব মহাসমাবেশের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই যুব মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবলীগের এই সমাবেশকে ঘিরে দৃষ্টি থাকবে রাজনৈতিক মহলের।

১৯৭২ সালের ১১ই নভেম্বর বঙ্গবন্ধুর ভাগ্নে ও অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা শেখ ফজুলল হক মনির হাত ধরে প্রতিষ্ঠিত হয় যুবলীগ। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন এবছর পা রেখেছে সুবর্ণ জয়ন্তীতে। প্রতিষ্ঠার দিনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করেছে যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিশাল জমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রস্তুতি চলছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবলীগের এই সমাবেশ আওয়ামী লীগের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় বিএনপি যখন সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে, তখন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও বিপুল জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় যুবলীগ রাজপথে থাকবে বলেও জানালেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি জানালেন, সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবে যুবলীগ।

নিউজটি শেয়ার করুন

সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ

আপডেট সময় : ০২:৩৭:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য যুব মহাসমাবেশের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই যুব মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবলীগের এই সমাবেশকে ঘিরে দৃষ্টি থাকবে রাজনৈতিক মহলের।

১৯৭২ সালের ১১ই নভেম্বর বঙ্গবন্ধুর ভাগ্নে ও অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা শেখ ফজুলল হক মনির হাত ধরে প্রতিষ্ঠিত হয় যুবলীগ। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন এবছর পা রেখেছে সুবর্ণ জয়ন্তীতে। প্রতিষ্ঠার দিনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করেছে যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিশাল জমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রস্তুতি চলছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবলীগের এই সমাবেশ আওয়ামী লীগের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় বিএনপি যখন সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে, তখন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও বিপুল জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় যুবলীগ রাজপথে থাকবে বলেও জানালেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি জানালেন, সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবে যুবলীগ।