বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, এবার শেখ হাসিনার হাতে হারিকেন ধরিয়ে দেয়া দরকার। খুব কম সময়ের মধ্যে শেখ হাসিনাকে বিদায় করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৩০ জুলাই) বিকালে চট্টগ্রাম মহানগরীর পুরাতন রেল ষ্টেশন চত্বরে সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করায় দেশে আর্থিক সংকট তৈরি হয়েছে। কুইক রেন্টালের মাধ্যমে কুইক কমিশন বিদেশে পাচার করা হয়েছে। এ সবের সাথে সরাসির সরকার প্রধান জড়িত।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশে-বিদেশে সরকারের ধস নেমেছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ স্মপাদক আবুল হোসেন বক্করসহ অন্যরা।