প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলছেন, যা সরকারের ভয়ানক ব্যর্থতা। যার কারণে তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্রমঞ্চ।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদ কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এসব বলেন গণতন্ত্রমঞ্চের নেতারা।
নেতারা বলেন, ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথাও জানান তারা।
তারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে, আগামীতে ইস্যুভিত্তিক আন্দোলন করতে জাসদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছেন।
এসময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, জাতীয় ঐক্য তৈরির জন্য এই মতবিনিময়। আমরা যেখানেই থাকি, এক প্ল্যাটফরম হোক আর যুগপৎ আন্দোলন হোক আমরা লড়াই চালিয়ে যাবো। জেলা ও বিভাগীয় কর্মসভা করবেন তারা। যুগপৎ আন্দোলন করার বিবেচনা আছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলছেন, যা সরকারের ভয়ানক ব্যর্থতা। যার কারণে তাদের পদত্যাগ করা উচিত। নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দোওয়া হবে না। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এবং আমরা যাবো না। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার দিকে যাবো।