সরকার বিএনপির যেকোনো কর্মসূচিতে ভয় পায় : নজরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনো সরকার টেকে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ ওইটাই ভালো। তাহলে শুধু পরাজিত হওয়ার লজ্জা অনুভব করবেন, এর বেশি কিছু না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ না যদি দেন, তাহলে কষ্ট আরও বেশি পাবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে নজরুল ইসলাম এসব কথা বলেন।

সরকার বিএনপির যেকোনো কর্মসূচিতে ভয় পায় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আপনারা ভয় পান। ভয় এ কারণে যে, আপনারা এতই অপরাধ করেছেন, যেকোনো মুহূর্তে বিস্ফারণ ঘটতে পারে এবং আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছিল। এখন নিজেদের দলের লোকেরাই তাদের পাশে নেই।

শ্রমিক দলের প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মালিক জনগণ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, আপনাদের লুটপাট করার জন্য নয়। আপনারা জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণকে মতামত প্রকাশের স্বাধীনতা দিন।

ঢাকা দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ১নং সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সরকার বিএনপির যেকোনো কর্মসূচিতে ভয় পায় : নজরুল ইসলাম

আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনো সরকার টেকে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ ওইটাই ভালো। তাহলে শুধু পরাজিত হওয়ার লজ্জা অনুভব করবেন, এর বেশি কিছু না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ না যদি দেন, তাহলে কষ্ট আরও বেশি পাবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে নজরুল ইসলাম এসব কথা বলেন।

সরকার বিএনপির যেকোনো কর্মসূচিতে ভয় পায় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আপনারা ভয় পান। ভয় এ কারণে যে, আপনারা এতই অপরাধ করেছেন, যেকোনো মুহূর্তে বিস্ফারণ ঘটতে পারে এবং আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছিল। এখন নিজেদের দলের লোকেরাই তাদের পাশে নেই।

শ্রমিক দলের প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মালিক জনগণ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, আপনাদের লুটপাট করার জন্য নয়। আপনারা জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণকে মতামত প্রকাশের স্বাধীনতা দিন।

ঢাকা দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ১নং সদস্য ইশরাক হোসেন প্রমুখ।