ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক স্মরণসভা ও ইফতার মাহফিলে এ ডাক দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল এবং স্বাধীনতা ফোরামের সাবেক সেক্রেটারি মরহুম প্রকৌশলী এম আজিজুল ইসলামের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, জননেত্রী খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। উনি আদালতে হেঁটে গিয়েছিলেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।
ড. মোশাররফ বলেন, এখন বেগম জিয়া গৃহবন্দী। তাকে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু প্রতিবারই তা নাকচ করে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার।
ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তার সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে তারা। জনগণ এখন ন্যায়বিচার পান না।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি এই সরকার। কারণ, নেপথ্যে রয়েছে আওয়ামী সিন্ডিকেট। দেখুন, ছাত্রলীগের ছেলেরা মারামারি করল। অথচ মামলা খেলো বিএনপি নেতারা। এ একনায়ক সরকারের হাত থেকে দেশ রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।