শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬ জন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান ‘পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে’ নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি

সরকার হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ড. মোশাররফের

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৯, ২০২২

ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক স্মরণসভা ও ইফতার মাহফিলে এ ডাক দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল এবং স্বাধীনতা ফোরামের সাবেক সেক্রেটারি মরহুম প্রকৌশলী এম আজিজুল ইসলামের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, জননেত্রী খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। উনি আদালতে হেঁটে গিয়েছিলেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

ড. মোশাররফ বলেন, এখন বেগম জিয়া গৃহবন্দী। তাকে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু প্রতিবারই তা নাকচ করে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার।

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তার সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে তারা। জনগণ এখন ন্যায়বিচার পান না।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি এই সরকার। কারণ, নেপথ্যে রয়েছে আওয়ামী সিন্ডিকেট। দেখুন, ছাত্রলীগের ছেলেরা মারামারি করল। অথচ মামলা খেলো বিএনপি নেতারা। এ একনায়ক সরকারের হাত থেকে দেশ রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ