দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে সরানো ছাড়া কোনো বিকল্প ভাবছে না বিএনপি। আজ (শুক্রবার) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নীতি-নির্ধারক নেতারা বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না ক্ষমতাসীনরা। নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে এবার আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ (শুক্রবার) এই অবস্থান কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’।
এতে যোগ দিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য দেয়ার আগে নিজেদের ভবিষ্যত পরিণতির কথা ভাবতে হবে। ক্ষমতাসীনদের কারচুপির নির্বাচন এবার প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
এইক দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলে জনগণের তোয়াক্কা করছে না।
এদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আরেক আলোচনা সভায় অংশ নেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। হিংসাত্মক কর্মসূচি নয় বরং নিয়মতান্ত্রিক পন্থায় সরকারকে বিদায় দেয়ার কথা জানান তিনি।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদ ভুলে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি’র সিনিয়র এই নেতা।