সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পাঁচ র‌্যাঙ্কিংয়ে আলকারাজ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৬, ২০২২
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পাঁচ র‌্যাঙ্কিংয়ে আলকারাজ

২০০৫ সালে রাফায়েল নাদালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ জনের মধ্যে নাম লিখিয়েছেন স্প্যানিশ টিন এজার কার্লোস আলকারাজ।
হামবুর্গ ওপেনে রানার্স-আপ হয়ে আলকারাজ ৩০০ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন। ঠিক এক বছর আগে উমাগে ট্যুর পর্যায়ে সর্বপ্রথম শিরোপা জয়ের পর থেকে এ পর্যন্ত যে ২৫০ পয়েন্ট হারিয়েছিলেন তার থেকে ৫০ পয়েন্ট বেশী অর্জণ করে শীর্ষ পাঁচে উঠে এসেছেন আলকারাজ। হামবুর্গে শিরোপা জিততে পারলে তিনি চার নম্বরে উঠে আসতেন।
২০০০ সালের পর র‌্যাঙ্কিয়ের শীর্ষ পাঁচে থাকা সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়ের তালিকা :
নাম র‌্যাঙ্ক তারিখ বয়স
রাফায়েল নাদাল (স্পেন) ৫ ৯ মে, ২০০৫ ১৮ বছর ১১ মাস ৬ দিন
কার্লোস আলকারাজ (স্পেন) ৫ ২৫ জুলাই, ২০২২ ১৯ বছর ২ মাস ২০ দিন
নোভাক জকোভিচ (সার্বিয়া) ৫ ৩০ এপ্রিল, ২০০৭ ১৯ বছর ১১ মস ৮ দিন
লেটন হিউয়েট (অস্ট্রেলিয়া) ৫ ২৫ জুন, ২০০১ ২০ বছর ৪ মাস ১ দিন
আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৪ ১১ সেপ্টেম্বর, ২০০৭ ২০ বছর ৪ মাস ২২ দিন

হামবুর্গে আলকারাজকে পরাজিত করে শিরোপা জেতার কৃতিত্ব দেখান ২০ বছর বয়সী ইতালিয়ান তরুন লোরেঞ্জো মুসেত্তি। ক্যারিয়ারে ট্যুর পর্যায়ে প্রথম এই শিরোপা জয়ের পর মুসেত্তি ৩১ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৩১ নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।
এদিকে সুইস ওপেন জয় করেও কাসপার রুডের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। শিরোপা ধরে রাখার পরেও তাকে টপকে আলকারাজ পঞ্চম স্থানে উঠে এসেছেন। যদিও রানার্স-আপ মাত্তেও বেরাত্তিনি এক ধাপ উপরে উঠে ১৪তম স্থানে অবস্থান করছেন। এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা সাবেক ইউএস চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ১৯৯তম স্থান থেকে ৭৫ নম্বরে উঠে এসেছেন। ইনজুরির কারনে প্রায় এক বছর পর তিনি কোর্টে ফিরলেন। ২০২০ সালের মার্চে এই অস্ট্রিয়ান ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠে এসেছিলেন। গত বছর মায়োর্কা ওপেনে কব্জির ইনজুরিতে পড়ে নয়মাসের জন্য কোর্টের বাইরে চলে গিয়েছিলেন থিয়েম।
বাস্তাদে ট্যুর পর্যায়ে ক্যারিয়ারে প্রথমবারের শিরোপা জেতা আর্জেন্টাইন ফ্রান্সিসকো সেরুন্ডোলো ছয় ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে উঠে এসেছেন। হামবুর্গে ফ্রান্সিসকো সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন।
এদিকে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানটি ধরে রেখেছেন ইগা সোয়াইটেক। বুদাপেস্টে শিরোপা জয়ের পর মার্কিন বারনারডা পেরা ২৭ ধার উপরে উঠে ক্যারিয়ার সেরা ৫৪ নম্বরে অবস্থান করছেন। পালেরমো ওপেনের ফাইনালে ইতালির লুসিয়া ব্রোনজেত্তিকে ৬-২, ৬-২ গেমে পরাজিত করে গত পাঁচ বছরে প্রথম শিরোপা জয় করেছেন রোমানিয়ান ইরিনা ক্যামেলিয়া-বেগু। এই শিরোপার কারনে ৩৩তম স্থানে থাকা ইরিনার ১২ ধাপ উন্নতি হয়েছে।
নারীদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০’এ শুধুমাত্র একটি স্থানের পরিবর্তন হয়েছে। স্পেনের গারবিন মুগুরুজা যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছেন।

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড় :
১. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ৭৭৭৫ রেটিং পয়েন্ট
২. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৬৮৫০
৩. রাফায়েল নাদাল (স্পেন) ৬১৬৫
৪. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস) ৫০৪৫
৫. কার্লোস আলকারাজ (স্পেন) ৪৮৯৫
৬. কাসপার রুড (নরওয়ে) ৪৮৯০
৭. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৪৭৭০
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৩৫৭৫
৯. ফেলিক্স অগার-আলিয়াসিমে (কানাডা) ৩৪৪৫
১০. ইয়ানিক সিনার (ইতালি) ৩১৮৫

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড় :
১. ইগা সোয়াইটেক (পোল্যান্ড) ৮৩৩৬
২. আনেত্তি কোনতাভেইত (এস্তোনিয়া) ৪৪৭৬
৩. মারিয়া সাক্কারি (গ্রীস) ৪১৯০
৪. পওলা বাদোসা (স্পেন) ৪০৩০
৫. ওনস জেবায়ের (তিউনিশিয়া) ৪০১০
৬. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ) ৩২৬৭
৭. জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র) ৩০৮৭
৮. গারবিন মুগুরুজা (স্পেন) ২৮৮৬
৯. ড্যানিয়েল কলিন্স (যুক্তরাষ্ট্র) ২৭৪৩
১০. এমা রাদুকানু (যুক্তরাজ্য) ২৭১৭


এ বিভাগের অন্যান্য সংবাদ