সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন

সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্নে

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৯, ২০২২
সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্নে

সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। মঙ্গলবার প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে আসে ভারতীয় রুপি। মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ভারতীয় রুপির মান ৮০.০১৭৫-এ পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। খবর হিন্দুস্তান টাইমসের।

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের পেছনে বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ দেখিয়েছেন। তারা বলছেন, ডলারের শক্তি বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন কারণে অনেকদিন ধরেই ভারতীয় মুদ্রার মান কমতে শুরু করেছে। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৭ শতাংশ কমেছে।

এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অনেকটাই কমেছে রুপির মান। এই সময়পর্বে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার মান প্রায় ২৫ শতাংশ কমেছে।

লোকসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ।

তিনি জানান, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রায় ২৭ বারের মতো কমেছে ভারতীয় মুদ্রার মান। একদিকে, ক্রমাগত ভারতীয় রুপির দাম কমছে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম।


এ বিভাগের অন্যান্য সংবাদ