শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বরের বদলে জুনে ভোট হলে সমর্থন দেবেন না বিএনপি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে! সমাধান আলোচনাতেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

সর্বোচ্চবার এভারেস্ট আরোহণের নতুন রেকর্ড

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৮, ২০২২

সর্বোচ্চবার এভারেস্টে আরোহণের নতুন রেকর্ড গড়েছেন নেপালি শেরপা কামি রিতা। ২৬তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে নিজেরই গড়া ২৫ বার এভারেস্ট আরোহণের রেকর্ড ভেঙেছেন তিনি।

১৯৯৪ সালে ১ম বারের মতো এভারেস্টে আরোহণ করেছিলেন কামি রিতা শেরপা।
রোববার (৮ মে) এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার আরোহণের পর এভারেস্টের চূড়ায় পৌঁছান কামি রিতা শেরপা ও তার নেতৃত্বাধীন আরও ১০ জন শেরপার দলটি। ১৯৫৩ সালে এ পথ ধরেই প্রথমবারের মতো এভারেস্টে আরোহণের করেন স্যার এডমুন্ড হিলারি (নিউজিল্যান্ড) ও শেরপা তেনজিং নোরগে।

রোববার সকালে নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী সাংবাদিকদের বলেন, কামি রিতা পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন।

প্রসঙ্গত, হিমালায়ান ডেটাবেজের তথ্যানুসারে, ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছে মানুষ। অনেকেই একাধিকবার জয় করেছেন এভারেস্ট। আর মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১১ জন পর্বতারোহী। চলতি বছরের মে মাস পর্যন্ত ৩১৬ জন পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছে নেপাল সরকার। গত ২০২১ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪০৮ জন এভারেস্টে আরোহনের অনুমতি দিয়েছিল দেশটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ