চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে পরাজয় দিয়ে শুরু করা শ্রীলঙ্কা এবার জয় দিয়ে সুপার টুয়েলভের মিশন শুরু করেছে। আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়া চ্যাম্পিয়নরা। আইরিশদের দেয়া ১২৯ রানের লক্ষ্য ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা।
রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে আয়ারল্যান্ড বোলারদের কচুকাটা করেন শ্রীলঙ্কার ওযেনার কুশল মেন্ডিস। ৪৩ বলে ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানেই বিদায় নেন অধিনায়ক ব্যালবার্নি। আজ নিজেকে মেলে ধরতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে। এরপর ২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টার্লিং। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড।
জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও। ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১২৯ রান।